🔴 সরকার স্বীকৃত NTVQF/ CBT&A এর মাধ্যমে নিজেকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তত করুন ।
বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কে কাজে লাগানোর জন্য প্রয়োজন দক্ষতা ও উন্নত প্রশিক্ষণ। পাশাপাশি যারা ইতোমধ্যে নিজ উদ্দ্যোগে বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষতা উন্নয়ন করেছে তাদের জন্য প্রয়োজন সরকার স্বীকৃতি সার্টিফিকেশন, যার মাধ্যমে তারা নির্দিষ্ট সেক্টেরে নিজেদের কাজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে পারে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন (RTO) হিসেবে কম্পিটেন্সি বেজড ট্রেনিং এবং এসেসমেন্ট পরিচালনা করার জন্য জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যােগ্যতা কাঠামাে (এনটিভিকিউএফ), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন পেয়েছে।
🔴 কেন আপনি NTVQF এর আওতায় অকুপেশন ভিত্তিক CBT&A কার্যক্রম অংশ নিবেন:
🔵 দক্ষতার লেভেল অনুযায়ী সরকার স্বীকৃতি সার্টিফিকেট পাওয়ার সুযোগ।
🔵 পৃথীবির যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সহজেই এই সার্টিফিকেট ভেরিফাই করা যায়।
🔵 আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ফ্রেমওয়ার্ক ও সার্টিফিকেশন প্রোগ্রাম ।
🔵 দেশে-বিদেশে নিজের দক্ষতা অনুযায়ী কাঙ্ক্ষিত কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ ।
🔵 ILO নির্ধারিত আন্তর্জাতিক মানদন্ড হওয়াই দেশে ও বিদেশে এর গ্রহণযোগ্যতা ।
🔴 ভর্তির যোগ্যতা: সর্বনিম্ন জেএসসি পাস যে কেউ প্রফেশনাল কোর্স সমূহ করতে পারবে।
ঠিকানা: ৬৪/৬, লেকসার্কাস, কলাবাগান, ঢাকা। ৪৩/আর/৫-বি, পান্থপথ, ঢাকা। Call/WhatsApp: 01713493267, 01713493233, 01713493288
43/R/5-B, Indira Road, Panthapath, Dhaka-1215 |
||
+8801713-493267, +8801713-493233, +8801713-493187 |
||
info@dti.ac |