Career Tips, Success Stories, Project Management

কর্মমুখী শিক্ষার মধ্যে বর্তমানে চাকরির বাজারে এগিয়ে ইন্টেরিয়র ডিজাইন

kamrul islam By kamrul islam · Published on May 27 2023
কর্মমুখী শিক্ষার মধ্যে বর্তমানে চাকরির বাজারে এগিয়ে ইন্টেরিয়র ডিজাইন

বর্তমান সময়ে গ্র্যজুয়েশন শেষ করতে সময় লাগে ৪ বছর। আবার অনেক সময় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের কারণে কোর্স শেষ করতে সময় লাগে ৬-৭ বছর। কিন্তু কর্মমুখী শিক্ষায় আপনি ১ বছরের একটি কোর্স করে গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ।

বর্তমানে বিভিন্ন আর্কিটেকচারাল ফার্ম, রিয়েল এস্টেট কোম্পানি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, পেইন্ট কোম্পানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা বাড়ছে। নিত্যনতুন এসব কর্মক্ষেত্রে নিজেদের যুক্ত করে অনেকেই সফলভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলছেন। এছাড়া প্রতিটি স্থানকে কাজে লাগিয়ে আসবাব, লাইট, গৃহসজ্জা সামগ্রীর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাড়ি, অফিস বা যে কোনো প্রতিষ্ঠানকে আরামদায়ক ও নান্দনিকভাবে উপস্থাপন করে ইন্টেরিয়র ডিজাইনাররা সফলতা অর্জন করছেন। আর এসব কারনেই বর্তমানে একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারের চাহিদা তুঙ্গে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে সব কিছু। ইন্টেরিয়র ডিজাইনিং একটি বহুমাত্রিক পেশা, যেখানে সৃজনশীলতা ও প্রযুক্তি একসঙ্গে প্রয়োগ করা হয়। এর মূল লক্ষ্য হলো বাসা ও কর্মক্ষেত্রের সাজসজ্জাকে আরও আকর্ষণীয় করে তোলা।

একটা সময় ছিল, আমাদের দেশে স্থপতিরাই কোনো ভবন নির্মাণের পাশাপাশি তার ইন্টেরিয়র ডিজাইনও করতেন। কিন্তু বর্তমানে আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন পৃথকভাবে করা হয়। ফলে তরুণরা এ ক্ষেত্রটিতে নিজেদের যুক্ত করে গড়ে তুলেছেন সম্ভাবনাময় ক্যারিয়ার। কর্মমুখী শিক্ষায় স্বল্পমেয়াদি বিভিন্ন কোর্স করে আপনিও গড়তে পারেন স্বপ্নের ভবিষ্যৎ। অন্যের অধীনে চাকরি না করেও গড়ে তুলতে পারেন স্বতন্ত্র সেবাধর্মী ব্যবসা প্রতিষ্ঠান। আর এসব কর্মমুখী শিক্ষার মধ্যে বর্তমানে চাকরির বাজারে এগিয়ে ইন্টেরিয়র ডিজাইন।

সমসাময়িক প্রেক্ষাপটে বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন কোর্সটির খুবই চাহিদা। এইচএসসি পাস করে যে কেউ ইন্টেরিয়র ডিজাইনিং কোর্সটি করতে পারেন। ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো, সৃষ্টিশীল চিন্তাভাবনা করার মানসিকতা থাকতে হবে। সেই সঙ্গে থাকতে হবে সূক্ষ্ম পরিকল্পনা করার মানসিকতা। একজন সত্যিকারের পেশাদার ডিজাইনারকে পারিপার্শ্বিক পরিবেশ, বাসা বাড়ি, অফিস আদালত, খেলার ময়দান ইত্যাদি স্থানকে নিজের চিন্তা-কল্পনা, গবেষণা, সৃজনশীলতা ও আপন মনের মাধুরী মিশিয়ে আরো আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলেন।

ইন্টেরিয়র ডিজাইন বিষয়ে সবথেকে প্রাকটিক্যাল কাজ ভালোভাবে শিখতে হলে কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন। কেননা ট্রেনিং সেন্টারগুলো প্রাকটিক্যাল এবং স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেটগুলোর চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থীকে দক্ষ করে তোলে।এক্ষেত্রে সবচেয়ে ভালো দেশের শীর্ষ আইটি প্রশিক্ষণ প্রদানকারি প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)।

কোর্সের বিস্তারিত:

কোর্সের নাম: ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন

কোর্সের মেয়াদ: ৫৫০ ঘন্টা

ক্লাস সিডিউল: সাপ্তাহিক ৩ (তিন) দিন

ভর্তি ফি: ১২৮০০ টাকা

অনলাইনে আবেদন লিংক: https://admission.dipti.com.bd/

যোগাযোগে:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
ফোনঃ ০১৭১৩৪৯৩২৮৮ এবং ০১৭১৩৪৯৩২৩৩


Share this post:

kamrul islam
kamrul islam

Lead Instructor, Data Science at DIPTI

Kamrul is a seasoned Data Scientist with over 10 years of experience in building AI solutions. He is passionate about mentoring the next generation of tech leaders in Bangladesh.

Related Posts You Might Like

ক্লাউড কম্পিউটিং এ দক্ষ হয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ
ক্লাউড কম্পিউটিং এ দক্ষ হয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ
Author kamrul islam · September 23, 2025
দক্ষ ও ডিজাইন, ড্রয়িং এ পারদর্শী ইঞ্জিনিয়ার হতে জানতে হবে ইলেক্ট্রিক্যাল অটো ক্যাড
দক্ষ ও ডিজাইন, ড্রয়িং এ পারদর্শী ইঞ্জিনিয়ার হতে জানতে হবে ইলেক্ট্রিক্যাল অটো ক্যাড
Author kamrul islam · September 23, 2025
DevOps ইঞ্জিনিয়ারিং কেন শিখবেন ?
DevOps ইঞ্জিনিয়ারিং কেন শিখবেন ?
Author kamrul islam · September 23, 2025