Industry Insights, Cloud Computing, Project Management, Web Development

১০০% স্কলারশিপে ক্যারিয়ার গড়ুন পাইথন, অ্যান্ড্রয়েড ও গ্রাফিক্স ডিজাইন এ।

kamrul islam By kamrul islam · Published on May 27 2023
১০০% স্কলারশিপে ক্যারিয়ার গড়ুন পাইথন, অ্যান্ড্রয়েড ও গ্রাফিক্স ডিজাইন এ।

জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) এর আর্থিক সহায়তায় ২য় ব্যাচে ৩ মাস মেয়াদি ফ্রি কোর্স করে ক্যারিয়ার গড়ার সুযোগ!

 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) এর পরিচালনায় দেশ-বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করার জন্য নিম্নলিখিত কোর্স সমূহে ২য় ব্যাচে প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদেরকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আগামী ১০ নভেম্বর, ২০২৩ এর মধ্যে আবেদন পত্র দাখিল করতে হবে। 

 

কোর্সসমূহ:

১. এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট (NTVQF Level-4),

মেয়াদঃ ০৩ মাস (৩৬০ ঘণ্টা)

২. গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং (NTVQF Level-3),

মেয়াদঃ ০৩ মাস, (৩৬০ ঘণ্টা)

৩. ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন (NTVQF Level-4),

মেয়াদঃ ০৩ মাস (৩৬০ ঘণ্টা)


ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সমূহ এবং ভর্তির নিয়মাবলী:

১। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রর ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।

২। আগ্রহী প্রশিক্ষণার্থীকে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজ পত্র সংযুক্ত করে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষা/লিখিত পরীক্ষা গ্রহণের পর কোর্সের জন্য উপযুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। 

৩। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীকে মূল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সহকারে উপরে উল্লেখিত ডকুমেন্ট জমা দিতে হবে। বিঃদ্রঃ কোর্স সমাপনান্তে মূল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফেরত প্রদান করা হবে। 

৪। সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী এবং কর্মজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

৫। পূর্বে একই ধরনের কোর্সে রেজিস্ট্রেশন করা থাকলে আবেদন করতে পারবে না।

৬। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাঃ

৬.১। এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট (NTVQF Level-4):- এইচ.এস.সি পাশ।

৬.২। ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন (NTVQF Level-4) :- এস এস সি পাশ।

৬.৩। গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং (NTVQF Level-3):-

৬.৩.১। এস এস সি পাশ এবং NTVQF Level-2 সার্টিফিকেট)।

            অথবা, 2-বছরের পেশা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ এস এস সি পাশ বা সমমানের শংসাপত্র এবং 

            NSDA-এর অনুমোদিত চ্যালেঞ্জ পরীক্ষায় উত্তীর্ণ। 

৭। ক্লাসের সময়সূচী: শনিবার থেকে বৃহস্পতিবার ( সকাল ৮:৩০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত)।

 

সুবিধাসমূহ:

১। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে ৩ মাসে সর্বমোট ১০,৮০০/- (দশ হাজার আটশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান।

২।জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) হতে দক্ষতার সার্টিফিকেট প্রদান।

৩।প্রতিষ্ঠানের নিজস্ব প্লেসমেন্ট সেলের সহযোগিতায় দেশে-বিদেশে কর্মসংস্থানে সহায়তা।

 
আবেদনের লিংকঃ

 

আবেদন ফরম সংগ্রহ, জমাদান এবং প্রশিক্ষণের স্থান:

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)

ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।

ফোন: 01713493233, 01713493288  ইমেইল: [email protected]


Share this post:

kamrul islam
kamrul islam

Lead Instructor, Data Science at DIPTI

Kamrul is a seasoned Data Scientist with over 10 years of experience in building AI solutions. He is passionate about mentoring the next generation of tech leaders in Bangladesh.

Related Posts You Might Like

Why You Cannot Survive the Age of AI Without Adopting Micro-credentials
Why You Cannot Survive the Age of AI Without Adopting Micro-credentials
Author Admin · December 18, 2025
এক্সেল এবং পাওয়ার বিআই কেন শিখবেন?
এক্সেল এবং পাওয়ার বিআই কেন শিখবেন?
Author kamrul islam · September 23, 2025
স্বপ্নের ক্যারিয়ার গড়ে তুলুন ১ বছর মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা করে!
স্বপ্নের ক্যারিয়ার গড়ে তুলুন ১ বছর মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা করে!
Author kamrul islam · September 23, 2025