Image
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) এর পরিচালনায় দেশ-বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করার জন্য নিম্নলিখিত কোর্স সমূহে ৭ম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। 
আবেদন এর সময়সীমা: ১০ অক্টোবর, ২০২৫ হইতে ১৭ নভেম্বর, ২০২৫
প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৫
কোর্সসমূহ:
১. এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট
(NTVQF Level-4),
২. গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং
(NTVQF Level-3),
৩. ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন
(NTVQF Level-4),

সুবিধাসমূহ:
১। প্রশিক্ষণ ভাতা (প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক যাতায়াত ও টিফিন বাবদ ১৫০ টাকা হারে প্রদান করা হবে)।
২।জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) হতে দক্ষতার সার্টিফিকেট প্রদান।
৩।প্রতিষ্ঠানের নিজস্ব প্লেসমেন্ট সেলের সহযোগিতায় দেশে-বিদেশে কর্মসংস্থানে সহায়তা।

শর্তসমূহ :
১। NHRDF এর অর্থায়নে পূর্বে প্রশিক্ষণ গ্রহণ করেছে এই সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
২।উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে চাকুরী করার মানষিকতা থাকতে হবে।

আবেদন ফরম সংগ্রহ, জমাদান এবং প্রশিক্ষণের স্থান:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।

বিস্তারিত জানতে:
Call/WA: 01847140108

অনলাইনে আবেদন লিংকঃ https://forms.gle/9w9hVqUGrJ7AWakp6